Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ এর মাধ্যমে সমাজের মূল স্রোত ধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সরকারী ও বেসরকারী বিভিন্ন নারী বান্ধব উদ্যোগের কারণে ইতিমধ্যে বাংলাদেশ সরকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে নজর কাড়া অগ্রগতি করতে সামর্থ অর্জন করেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিশ্বব্যাপি মডেল হিসাবে গণ্য হয়েছে। সেখানে নারী সমাজের অগ্রগতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মোট জনশক্তির অর্ধেক নারী সমাজকে উন্নয়নের মূলস্রোত ধারায় সংম্পৃক্ত করনের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন আনয়নের মহিলা বিষয়ক অধিদপ্তর বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।

২০১৭-১৮ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জন সমূহঃ 

       সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায়

               *    ২১৩৩ জন  দুঃস্থ মহিলাকে ভিজিডি সহায়তা প্রদান

*    ৯৬৩ জন দরিদ্র ও গর্ভবতী মায়েদের  মাতৃত্বকালীন ভাতা প্রদান

*    ৮৬ জন কে ৫,৭০,০০০/-টাকা (ঘূণায়মান) ঋণ প্রদান করা হয়েছে।

*    ০৫টি নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা তদন্ত করে প্রতিবেদন প্রেরণ

*    জাতীয় পর্যায়ের সকল দিবস পালন করা

*    ০৪টি মহিলা সমিতিকে অনুদান বিতরনের ব্যবস্থা গ্রহণ

*    ০৮টি বাল্য বিবাহ প্রতিরোধ

*     উপজেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে ০৫জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করে সম্মাননা প্রদান করা হয়

*    ০১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিঃ প্রদান

             তাছাড়া বাল্য বিবাহ বন্ধের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন ২০১৬-২০১৭ অর্থ বছরে উপজেলায় সকল ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে ।